সান্তাহার ষ্টেশন রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে পৌর শহরের ২নং রেলগেটে থেকে ষ্টেশন রোড হয়ে রেলওয়ে হাসপাতাল পযর্ন্ত রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

জনগুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই সংস্কার কাজ শুরু হয়েছে। এই সংস্কার কাজে বরাদ্দ প্রদান করা হয়েছে ৬১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা।

মঙ্গলবার সংস্কার কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, মমতাজুর রহমান মমতাজ, পৌর সভার সহকারী প্রকৌশলী রেজাউল করিম, ঠিকাদার হেলাল উদ্দিন, পৌর কর্মচারী রফিকুল ইসলাম রফিক, তুহিন ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।