বরিশালে ১১ নারীকে সন্মাননা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে রবিবার দুপুরে ১১জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন-রাবেয়া খাতুন, অধ্যাপক শাহ্ সাজেদা, পুষ্প চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, কোহিনুর বেগম, ডাঃ বনলতা মুর্শিদা, আসমা চৌধুরী, হাসিনা বেগনীলা, রহিমা সুলতানা কাজল, রাশিদা বেগম ও নুরজাহান বেগম। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের আয়োজনে রবিবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এসব নারীদের সম্মাননা প্রদান করা হয়। এরপূর্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধণ করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, তৌহিদুজ্জামান পাভেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ। সবশেষে ব্র্যাকের আয়োজনে নারী দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Share this:FacebookX Related posts: বাল্য বিবাহ বন্ধে ওসির বিশেষ ক্লাস বরিশালে ভাইদের হাতে ভাই খুন ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে দুইটি বাল্যবিয়ে পন্ড বরিশালে হাত-পা বেঁধে মাটি চাঁপা দেয়া যুবক উদ্ধার বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস মির্জাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা তালতলীর গণধর্ষন মামলার আরেক আসামি গ্রেফতার বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল র্যাব SHARES Matched Content দেশের খবর বিষয়: ১১ নারীকেবরিশালেসন্মাননা