বাল্য বিবাহ বন্ধে ওসির বিশেষ ক্লাস

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; ভোলার লালমোহনে শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদক সর্ম্পকে সচেতনতামূলক বিশেষ ক্লাস নিয়েছেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর।

বুধবার উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণিতে তিনি ক্লাস নেন।

ওসি বলেন, শিক্ষার্থীদেরকে ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদক সর্ম্পকে সচেতন করতে এই প্রচেষ্টা। আশা করছি এ ক্লাসের পর শিক্ষার্থীদের নৈতিক জ্ঞান বৃদ্ধি পাবে। যার ফলে সমাজ থেকে বিভিন্ন ধরনের অপরাধ হ্রাস পাবে। যেকোন ধরনের অপরাধ সংঘঠিত হলে ৯৯৯ কল করার জন্যও সকলকে অনুরোধ করেন তিনি।