বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়়মিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় নগরীতে পৃথকভাবে দু’টি ভ্রাম্যমান আদারত পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. নাজমূল হুদা।

আদালত চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, বেলতলা বাজার, বাজার রোড, চকবাজার এলাকায় অভিযানে বিভিন্ন অপরাধে ১৩ টি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে জরিমানাসহ মোট ৫৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।

আদালত নগরীর বাংলাবাজার এলাকার দু’টি দোকান ও চৌমাথা এলাকার তিনটি দোকানকে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা এবং বটতলা এলাকার দু’টি দোকানকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আদা, রসুনসহ কয়েকটি পণ্য বিক্রির অভিযোগে একই আইনে ২০হাজার টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেন।

অন্যদিকে ভ্রাম্যমান আদালতের অপর বিচারক মো. নাজমূল হুদা নগরীর নতুনবাজার এলাকায় আদার দাম প্রতি কেজি ৩৫০ টাকায় বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ি মো. হেলালকে ৪হাজার টাকা এবং ও দেলোয়ারকে ২হাজার টাকা, নতুল্লাবাদ এলাকায় ৪০ টাকা কেজির পিয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করায় একই আইনে ইউনুস ও নয়নকে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করে তা আদায় করেন।

বাংলা বাজার এলাকায় গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করায় কসাই ইউসুফকে ২হাজার টাকা, জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে ৩জন বহন করার অপরাধে তুহিন নামে এক ব্যক্তিকে ১শ টাকা জরিমানা করেন আদালত।