করোনাভাইরাস সন্দেহে সিঙ্গাপুর ফেরত বাংলাদেশি যুবককে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত মেহেদী হাসান নাম এক বাংলাদেশি যুবক নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।

সোমবার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান শরীরে অনেক জ্বর ও ব্যথা অনুভব করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসানকে সিঙ্গাপুর থেকে ফেরার খবরে নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ডা. মুনির আলী আকন্দ জানান, শরীরে জ্বর থাকার কারণে এবং সিঙ্গাপুর ফেরত হওয়ার কারণে প্রাথমিকভাবে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালে করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা না থাকায় রোগীকে একা এক ওয়ার্ডে রাখা হয়েছে। রোগীর সকল কিছু পরীক্ষার জন্য মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে। রোগীর মা জানান, গত বৃহস্পতিবার তার সন্তান মেহেদী হাসান সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেন। তারপর থেকে জ্বর ভালো না হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আতঙ্কে হাসপাতাল থেকে কয়েকজন রোগীকে চলে যেতে দেখা গেছে।