চাঁপাইনবাবগঞ্জে র্র্যাবের বিশেষ অভিযানে রাইস-মিলে ধান গুদামজাতের দায়ে জেল/জরিমানা

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মের্সাস সাব্বির রাইস মিলসকে ধান গুদামজাত করার অপরাধে একমাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে ২ ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে এ আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। রাত ৯ টার দিকে র্র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হক এর উপস্থিতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আমনুরা রোডে আতাহার মোড় এলাকায় মের্সাস সাব্বির রাইস মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে ধান গুদামজাত করার সত্যতা মেলায় ধান গুদামজাত করার অপরাধে অত্যবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর ০৩ ধারা লঙ্ঘন করার জন্য আতাহার গ্রামের নজরুল ইসলামের ছেলে মিল মালিক শহিদ (২৮) কে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।