চীনে ভাইরাসে ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : চীনে ছড়িয়ে পড়া ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং আরো ৮৩০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সরকার একথা জানায়। খবর এএফপি’র। জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, কর্তৃপক্ষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে এমন এক হাজার ৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে প্রথম এ ভাইরাস দেখা দেয়। এ ভাইরাস বিশ্বব্যাপী মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মৃত্যুর বর্ধিত এ সংখ্যা প্রকাশ করা হলো। এ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীন উহান ও এর পার্শ্ববর্তী কয়েকটি নগরীর প্রায় ২ কোটি মানুষকে কার্যকরভাবে আলাদা করে রাখা হয়েছে এবং বেইজিং দেশব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছে। কেননা, নতুন চন্দ্র বর্ষের ছুটির জন্য এ সপ্তাহে কোটি কোটি লোক ইতোমধ্যে দেশব্যাপী ভ্রমণ শুরু করেছে। জাতীয় স্বাস্থ্য সংস্থা জানায়, বৃহস্পতিবার এ ভাইরাসে নতুন করে আটজনের মৃত্যু এবং দেশব্যাপী আরো ২৫৯ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়ায় এ সংখ্যা সংশোধন করা হয়। তারা আরো জানায়,মোট আক্রান্ত ৮৩০ জনের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশংকাজনক। এছাড়া ৩৪ জন পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত এ ভাইরাস উহানের সামুদ্রিক খাবার ও পশুর বাজার থেকে ছড়িয়ে পড়ে বলে জানা যায়। Share this:FacebookX Related posts: রাখাইনে গভীর সমুদ্রবন্দর করতে চায় চীন চীনে করোনাভাইরাস বড় শহরেও ছড়িয়ে পড়ছে চীনে ৫৭১ জন করনাভাইরাসে আক্রান্ত চীনে মহামারির শঙ্কা, করোনাভাইরাসে মৃত ৫৬ চীনে ভাইরাসে আক্রান্ত ১৭ হাজার : মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ এপ্রিলেই করোনার ভ্যাকসিন আনছে চীন কিমের অবস্থা কি আসলেই আশঙ্কাজনক, বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাল চীন লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন সীমান্তে এবার মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত! ভ্যাকসিন কূটনীতিতে ভারতের কাছে কোণঠাসা চীন ভ্যাকসিন কূটনীতি: পাকিস্তানকে টিকা দিচ্ছে চীন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আক্রান্ত ৮৩০চীনভাইরাসে ২৫ জনের মৃত্যু