পঞ্চগড়ে ত্রিমুখী সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বালুর ট্রাকের নিচে চাপা পড়ে আশারু বর্মন (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। বৃহস্পতিবার রাতে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের খাটপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশারুর বাড়ি জেলার বোদা উপজেলার সাকোয়া বীরপাড়া গ্রামে। সে ওই গ্রামের মোহিনী মোহন বর্মনের ছেলে। আহত হালচাষের ট্রাক্টর চালক মোস্তফা (৩০) ও পিকনিক বাসের যাত্রী শিমুকে (১৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের লাশ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে পিকনিকের একটি বাস রংপুর যাওয়ার সময় বোদা-দেবীগঞ্জ মহাসড়কের খাটপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রাক্টরকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা হালচাষের ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক্টরটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় বালুবোঝাই ট্রলিটি রাস্তার পাশ দিয়ে যাওয়া সাইকেল আরোহী আশারু বর্মনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় হালচাষের ট্রাক্টর চালক মোস্তফা (৩০) ও পিকনিক বাসের যাত্রী শিমু (১৪)। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান দুর্ঘটনায় হতাহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও ট্রলির চালক পালিয়েছে। বাস, ট্রলি ও ট্রাক্টর ঘটনাস্থলে রয়েছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন পঞ্চগড়ে ফেন্সিডিলসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে শিক্ষার্থীকে ভর্তি ফরম দিলেন না প্রধান শিক্ষক পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি পঞ্চগড় থেকে ধান কাটা শ্রমিক গেল নওগাঁ পঞ্চগড় থেকে পণ্যবাহী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জাকিয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: ত্রিমুখী সংঘর্ষপঞ্চগড়বাইসাইকেল আরোহী নিহত