ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী পারাবত ট্রেনের পাওয়ারকারে আগুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে পাওয়ারকার ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী ও ট্রেনের ষ্টাফদের কেউ হতাহত হননি। ঢাকা থেকে সিলেটগামী এই ট্রেনটি আজ সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে পৌছার পরই আগুন চোখে পড়ে। এরপরই ষ্টেশনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকল বাহিনীকে ৯৯৯ এ খবর দেয়া হয়। ট্রেনটির একজন ইলেকট্রিক অপারেটর রিয়াজ আহমেদ প্রথম আগুন দেখে তিনি তা নেভানোর চেষ্টা করেন। ট্রেনের পরিচালক আতাউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে আসার পরই আগুন দেখতে পান তারা। এরপরই ওই পাওয়ারকার থেকে পেছনের ও সামনের বগিগুলো দ্রæত বিচ্ছিন্ন করে ফেলেন। ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মো. শোয়েব জানান, ট্রেনটি ব্রাহ্মলবাড়িয়া ষ্টেশনে আসার কিছুক্ষন পরই পাওয়ারকারে আগুন লাগার খবর পান। এরপরই ষ্টেশনে থাকা ১৫/২০টি ফায়ার বক্স্র এবং পানি ঢেলে নিজেরা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি জরুরী খবর দেন দমকল বাহিনীকে। এরপর দমকলবাহিনী ষ্টেশনে আসে আধা ঘন্টার বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের কারণ তাৎক্ষনিক জানা যায়নি। পরে পাওয়ারকারটি রেখে ট্রেনটি সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। (বাসস) Share this:FacebookX Related posts: ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধন ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’ পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় মসজিদের জায়গা জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ বেগমগঞ্জে ইউএনওর অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন উদ্বোধনের অপেক্ষায় ফেনীর চর মজলিশপুরের মাওলানা ঘাট সেতু শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌ-প্রতিমন্ত্রীর SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: পাওয়ারকারে আগুনপারাবত ট্রেনব্রাহ্মণবাড়িয়াসিলেটগামী