বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

অনলাইন ডেস্ক ; খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোর আনুমানিক ৫টার দিকে মেরুং ইউপির ৩নং ওয়ার্ডস্থ মধ্যবেতছড়ি গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরিবহন সুপারভাইজার মো. ছাদেক মিয়ার স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩০) ও পুত্র মো. হানিফ মিয়া (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে বৃষ্টি পড়া অবস্থায় হটাৎ ছাদেক মিয়ার বসতঘরে বজ্রপাত ঘটে নিমিষেই পুরো ঘর আগুন পুড়ে ছাই হয়ে যায়। এমতাবস্থায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছাদেক মিয়ার স্ত্রী ও পুত্র ঘরের ভেতরে আগুন পুড়ে মারা যান এবং ছাদেক মিয়ার বড় ছেলে মো. হাবিব (৯) ফজরের নামাজের জন্য বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পরপরই দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নুরুল হক, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন।