মানুষকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে চাই : দীপু মনি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪ অনলাইন ডেস্ক : সমাজের প্রান্তিকতা দূর করে যারা এখনো কিছুটা পিছিয়ে আছেন তাদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে চান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, নানান কারণে সমাজে এখনো প্রান্তিক মানুষ আছে। কোথাও ভৌগলিক, কোথাও অবস্থানগত আবার কোথাও সাম্প্রদায়িক কারণে। আর সেই প্রান্তিকতা দূর করতে বঙ্গবন্ধু যে বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে যে কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে কাজ করে যাচ্ছেন তার মাধ্যমে সমাজের প্রতিটি প্রান্তিক মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চাই। এসময় তিনি আরো বলেন, নারী ক্ষমতায়নে পরিবেশ তৈরি করতে পারিবারিক পরিষদ থেকে শুরু করে বৈশ্বিক পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা পরিষদ কামরুল হাসান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারসহ অনেকে। মেলায় উদ্দ্যেক্তা নারীদের তৈরি কুটির শিল্প, হস্ত শিল্প, ঘর সাজানোর সামগ্রী, মাটির গহনা, খাবার, পাটের তৈরি আসবাবপত্র, শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ৪২টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলার শিশুদের খেলার বিভিন্ন রাইড রয়েছে। Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব : অর্থমন্ত্রী ‘চসিকে সেনা উপস্থিতি থাকবে, তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে’ করোনায় চট্টগ্রাম বিভাগে বেশি মৃত্যু খাগড়াছড়িতে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ স্মৃতি ভাস্কর্য ‘চেতনা’ পূর্ণ গতিতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গোলাগুলি চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম ‘ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে আসতে দেয়া হবে না’ কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত ‘কোন অপশক্তিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারবে না’ মিয়ানমার থেকে উড়ে এসে বাংলাদেশে পড়ল মর্টার শেল SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: উন্নয়নের মূল ধারায়দীপু মনিনিয়ে আসতে চাইমানুষকে