নোয়াখালী-২ আসনে নৌকার অফিস ভাঙচুর ও আগুন দেওয়ায় সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানকে দিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে। Share this:FacebookX Related posts: বান্দরবানে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন বান্দরবানে ভূমিদস্যুর কাছ থেকে জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন বান্দরবানে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পটিয়ায় মসজিদের জায়গা জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন জমি দখলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর নদীর মোহনা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬ বান্দরবানে নিরক্ষর ব্যক্তিদের অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা ১ লাখ ৮ হাজারে বিক্রি হলো ১২ শাপলা পাতা মাছ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আগুন দেওয়ায়নোয়াখালী-২ আসননৌকার অফিসভাঙচুরসংবাদ সম্মেলন