মাদক কারবারির পেটে এক্স-রে করে মিলল ৪ হাজার পিস ইয়াবা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সদর উপজেলায় এক মাদক কারবারির পেট থেকে এক্স-রে করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারির নাম মো.অলি উল্লাহ (৫১)। সে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের হাবিলদার ফজল আলী বাড়ির মৃত.ফজর আলীর ছেলে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক কারবারি অলি উল্যাহকে আটক করা হয়। তিনি আরও বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করছেন। পরে জেলা শহরের মা ও শিশু হসপিটালে এক্স-রে করার পর চিকিৎসকেরা তার পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে মাদক কারবারির পেট থেকে ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। Share this:FacebookX Related posts: আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজা ও ১টি পিকআপ সহ ৪ মাদক ব্যবসায়ী আটক হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ কার্তুজ উদ্ধার টেকনাফে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক টাস্কফোর্সের অভিযানে বিজয়নগরে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের মাদকসহ গ্রেপ্তার ৫ উখিয়ায় ক্যাম্পে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা আটক বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: দায় স্বীকার পরকীয়া প্রেমিক আলতাফের সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, গ্রেফতার-১ নোয়াখালীতে এটিইউ’র অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে চিকিৎসক ও নার্স না থাকায় ছয় হাসপাতালকে জরিমানা গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে যুবকের কারাদন্ড নোয়াখালীতে রেস্তোরাঁ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা এক্স-রেতে নারীর পেটে মিলল ১৯০০পিস ইয়াবা SHARES Matched Content অপরাধ বিষয়: এক্স-রে করেপেটেমাদক কারবারিরমিলল ৪ হাজার পিস ইয়াবা