গুইমারাতে সরকারি জমি বেচা-কেনার হিড়িক জমি উদ্ধারে প্রশাসনের উদ্যোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৩ আব্দুর রহিম, খাগড়াছড়িঃ পার্বত্য : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি অবকাঠামো নির্মানে জমি সংকটে বেদখল হওয়া সরকারি খাস ২ একর ৫০ শতক জমির দখল চিহ্নিত করণ ও জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ২৭শে জুলাই উপজেলা প্রশাসনের সাথে দখলদারদের আলোচনা সভা হয়েছে। এর আগে ২৫ শে জুলাই বেদখল হওয়া জমি সরেজমিনে দখল চিহ্নিত করণ ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চেীধুরী।সভায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুড়া, গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুড়া, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী প্রমুখ। জানা যায়, গুইমারা উপজেলা ১৯৭ নং গুইমারা মৌজার ২১২৩ দাগের বেদখল হওয়া সরকারি খাস ২একর ৫০শতক জমি ৫ আগস্টের মধ্যে খালি করে দেয়ার জন্য দখলদারদের প্রতি অনুরোধ করা হয়। ৫ তারিখের পর যদি জমি খালি করা না হয় তাহলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। দখলদারদের দাবি জয়নাল নামের এক ব্যক্তির কাছ থেকে আঞ্চলিক দলিলমুলে জমি কিনেছেন তারা। যথাযথ প্রক্রিয়া ও ক্ষতিপুরন দিয়ে উচ্ছেদের দাবি করেন দখলদাররা। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চেীধুরী জানান, সরকারি খাস জমি কেনা ও বেচা অপরাধ। জমি সংকটের কারনে উপজেলার সরকারি অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছেনা। উপজেলার বিভিন্ন সরকারি অবকাঠামো নির্মানে এসব খাস জমি ব্যবহার করা হবে। গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা বলেন, অবৈধ দখলদারদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই উচ্ছেদ করা হবে। সরকারি জমি কোনভাবেই বেদখল করতে দেয়া হবেনা। দখলদারদের ক্ষতিপুরনের দাবি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: গুইমারাতে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান ২ দোকানে জরিমানা খাগড়াছড়িতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা পটিয়ার বড়লিয়া বিধবা মহিলার জায়গা জবর দখল পায়তারার অভিযোগ টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার পুলিশ হেফাজতে হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রতারনার অভিযোগে এক ব্যক্তি আটক এবার সন্তানদের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন বেগমগঞ্জে নৌকা মার্কার সমর্থককে কুপিয়ে হত্যা বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনা তদন্তে দুই কমিটি গৃহনির্মাণ কাজে ব্যাপক অনিয়ম! তদন্ত কমিটি গঠন হাতিয়ায় ৩০ বছর পর ইউপি নির্বাচন: সহিংসতা এড়াতে মতবিনিময় ট্রাকের এক ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি ভাঙা সেতু দিয়ে চলছে যানবাহন, দুর্ঘটনার আশঙ্কা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: গুইমারাতেজমি উদ্ধারেপ্রশাসনের উদ্যোগবেচা-কেনার হিড়িকসরকারি জমি