গরুর লাম্পিস্কিন রোগ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় আত্রাইয়ের খামারিরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে গরুর লাম্পিস্কিন ডিজিজ (এলএসডি) রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে পড়েছেন উপজেলার গৃহস্থ ও খামারিরা। এই ভাইরাস ছরিয়ে পড়ায় উপজেলার খামারিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। মারাত্মক এই রোগ মশা, মাছি, আঠালি বাব্যবহৃত নিভেল ও সিরিঞ্জ বার বার ব্যবহারের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর শরীরে ছড়াচ্ছে। রোগটির সুনির্দিষ্ট কোন প্রতিষেধক না থাকায় দিশেহারা গৃহস্থ ও খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলা জুড়ে গরু রয়েছে প্রায় তিন লাখ। এর মধ্যে উপজেলায় গত দুই সপ্তাহে আক্রান্ত গরুর সংখ্যা দাড়িয়েছে দুই শতাধিক। এই লাম্পিস্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর কটি রোগ। এখন এই রোগ বাংলাদেশে মহামারী রুপে ধারণ করেছে। রোগটি এই উপজেলায় ছড়িয়ে পড়ায় অনেক খামারি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাম্পিস্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর রোগে আক্রান্ত হলে, প্রথমে গরুর শরীর গরম হয়ে জ্বর উঠে যায়। তারপর শরীরের কয়েক জায়গায় ছোট ছোট গুটি উঠতে শুরু করে এবং এক পর্যায়ে ধীরে ধীরে সারা শরীরেই ছড়িয়ে পড়ে। শরীর ফুলে যায় এবং গরুর খাবারে অনীহা দেখা দেয়, এতে গরু দুর্বল হয়ে পড়ে বলে জানান খামারিরা। গৃহস্থ ও খামারিদের অভিযোগ, রোগটি বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। তারা গ্রামের কিছু পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে গরু সুস্থ না হয়ে বরং বেশি অসুস্থ হয়ে পড়ছেন। পশু চিকিৎসকরা বলছেন, বিরুপ আবহাওয়ার কারণে এ বছর বর্ষা মৌসুমের আগেই লাম্পি স্কিনের সংক্রমণ দেখা দিয়েছে। এবং তা বিক্ষিপ্ত ভাবে ছড়াচ্ছে। উপজেলার ভবানীপুর গ্রামের গৃহস্থ মিন্টু প্রমানিক বলেন, দশ দিন আগে আমার গরুর গায়ে গুটি বের হয়েছে। গ্রাম্য ডাক্তারের কাছে থেকে চিকিৎসা করিয়েছি তাতে কোন কাজ না হওয়ায় ভাবছি আজ আমি গরুটাকে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যাব। উপজেলার ধুলাউড়ি গ্রামের খামারি আশরাফ আলী বলেন ,আমার গোয়ালে নয়টি গরুর রয়েছে এর মধ্যে একটি গরুতে এই লাম্পিস্কিন রোগে আক্রান্ত হয়েছে। গরুটিকে বাঁচাতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কি হবে! উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা.আবু আনাছ জানান, গরুর লাম্পিস্কিন রোগটি এখন বড় সমস্যা। ভয়ংকর এ রোগ থেকে গরুকে বাঁচাতে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসচেতনতা মূলক সভা করছি। লাম্পিষ্কিন রোগে আক্রাš গরুগুলো কে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এছাড়াও গৃহস্থদের পরামর্শ দেয়া হচ্ছে এ রোগে আক্রান্ত হলে প্রথমেই অসুস্থ গরুটিকে আলাদা করতে হবে। মশারি টাঙিয়ে রাখতে হবে, যাতে মশা বা মাছি গরুর শরীরে যেন না বসে। এবং আমরা আমাদের চিকিৎসা সেবার মাধ্যমে রোগটিকে প্রতিরোধের চেষ্টা করছি। Share this:FacebookX Related posts: সাপাহারে মার্কেন্টাইল ব্যাংক’র কম্বল বিতরণ নওগাঁর ধামইরহাটে সোনার দোকানে সিন্দুক কেটে ২২ লাখ টাকার মালামাল লুট আত্রাইয়ে সরকারি আদেশ অমান্য করায় জরিমানা আদায় আত্রাইয়ে সামাজিক সচেতনতা বাড়াতে থেমে নেই যুব সমাজ পাবনায় আটঘরিয়ায় মেছো বাঘের তিনটি ছানা উদ্ধার বড়াইগ্রামের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আবারও প্রসংশনীয় উদ্যোগ সিরাজগঞ্জের জাতীয় জুট মিল বন্ধের ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুতুল নামে এক গৃহবধূর লাশ উদ্ধার শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু মেয়র ও সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে এমপির মামলা আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, আটক-১ SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইয়ের খামারিরাগরুরদুশ্চিন্তায়পড়ায়রোগ ছড়িয়েলাম্পিস্কিন