নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। সশস্ত্র গ্যাংগুলো মোটর বাইকে করে প্রায়ই গ্রামবাসী, ছাত্রদের ওপর হামলা চালায় এবং তাদের জিম্মি করে। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম হওয়ায় তারা এর সুযোগ নেয়। বাসিন্দারা বলছেন, সশস্ত্র লোকেরা শনিবার জামফারা রাজ্যে জানকাবো এবং সাকিদা গ্রামে ২৪জনকে হত্যা করে। পাশে গোরা গ্রামে কাঠ সংগ্রহ করার সময় বন্দুকধারিরা কয়েকজন শিশুকে অপহরণ করে।পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, পাশে সোকোটো রাজ্যের পাঁচটি গ্রামেও শনিবার হামলা চালানো হয়। নিহতদের রবিবার কবর দেয়া হয়। জামফারার পুলিশের মুখপাত্র ওই হামলার কথা স্বীকার করেন তবে বলেন ১৩ জন নিহত হয় এবং নয়জন ছেলে ও মেয়েকে অপহরণ করা হয়েছে। বেনু রাজ্যে বন্দুকধারিরা ২৫ জনকে হত্যা এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান দুইজন বাসিন্দা। হামলার কারণ জানা যায়নি। তথ্য সুত্র: খবর ভয়েস অব আমেরিকার Share this:FacebookX Related posts: উত্তাল উইসকনসিনে গুলিতে নিহত ২ নাইজেরিয়ায় বিক্ষোভে গুলি, ২০ জনের মৃত্যু মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১ নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩৭ নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত অন্তত ৫০ নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অর্ধশত মণিপুরে পুলিশের গুলিতে ৪০ জন নিহত বাংলাদেশে এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে : জাতিসংঘ অভিসংশনের প্রস্তাব পুরোটাই হাস্যকর: ট্রাম্প মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার পরপর দুই ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: গুলিতেনাইজেরিয়ায়নিহত অন্তত ৩০বন্দুকধারীর