নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অর্ধশত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ার দুটি হামলায় বন্দুকধারীরা অন্তত ৫০ জনকে হত্যা করেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (৫ এপ্রিল) দেশটির মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীরা এ হামলা চালানো হয় বলে জানিয়েছে এসোসিয়েট প্রেস। নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বেনু রাজ্যের উমোগিডিতে এই হামলা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এ অঞ্চলে যাযাবর পশুপালক এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটে। বেনু রাজ্যের গভর্নরের উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ৪৬ জন নিহতের মরদেহ পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে। নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে। পল হেম্বা হামলার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছু শান্ত রয়েছে।’ তিনি জানান, বিগত কয়েক মাস ধরেই পশুপালকরা গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়ে আসছে। বেনু রাজ্যটি নাইজেরিয়ার সংঘর্ষপ্রবণ এলাকার একটি। সেখানে প্রায় নিয়মিতই স্থানীয় কৃষক এবং ফুলানি গোত্রের পশুপালকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে সাধারণত গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়। Share this:FacebookX Related posts: নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত অন্তত ৫০ কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩ সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় নিহত ৪০ নাইজেরিয়ায় বিক্ষোভে গুলি, ২০ জনের মৃত্যু কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ কাবুলে গাড়ি বোমা হামলায় নিহত ৯ সিরিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৬ ক্যাপিটল হিলে হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০ নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩৭ নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫ সর্বোচ্চ টেস্টের দিনে করোনায় ভারতে রেকর্ড মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: নাইজেরিয়ায়নিহত অর্ধশতবন্দুকধারীদেরহামলায়