নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩৭ জন নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) মালি সীমান্তবর্তী তিনটি গ্রামে এ হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা। দেশটির সরকারি বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মালির সীমান্তবর্তী ইন্তাজায়েনি, বাকোরাত ও উইসতানে নামক তিনটি গ্রামে বন্দুকধারীরা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা নির্বিচারে গুলিবর্ষণ করে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। প্রথম দিকে তারা ৬০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। সোমবার তারা জানায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আব্দুর রহমানে জানান, সাধারণ মানুষ ও অসহায় গ্রামবাসী এখন সশস্ত্র দস্যুদের টার্গেটে পরিণত হয়েছে। তারা নির্মমতা ও ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। রোববার তাদের নির্মমতার শিকার হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। নাইজারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের জন্য বন্দুকধারীদের হামলা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এখন দেখার বিষয় তিনি কিভাবে এই ধরনের হামলাকারীদের নিয়ন্ত্রণ করেন। যারা অনেক বছর ধরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে আসছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবচেয়ে দারিদ্রপীড়িত দেশগুলোর মধ্যে নাইজার অন্যতম। দেশটির মালি ও নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীদের হামলায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। পাঁচ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। Share this:FacebookX Related posts: উত্তাল উইসকনসিনে গুলিতে নিহত ২ মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১ বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন বাংলাদেশের বিজয়ের খবর ফলাও প্রচার পায় মার্কিন গণমাধ্যমে মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ সৌদি প্রবেশে ২০ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা গণতন্ত্র সূচকে ৪ ধাপ এগোল বাংলাদেশ পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট ফের স্থগিত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: গুলিতেনাইজারেনিহত ১৩৭বন্দুকধারীদের