বিহারে মুহূর্তেই ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : ভারতের বিহারে গঙ্গা নদীর ওপর ভেঙে পড়েছে নির্মাণাধীন একটি সেতু। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম নয়, এর আগেও একবার ভেঙে পড়েছিল ব্রিজটি। পুনরায় কাজ শুরুর পর ফের বিপর্যয়। ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭১৬ কোটি টাকা।আগুইয়ানি থেকে সুলতানগঞ্জ যোগাযোগকারী এই সেতু রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বপ্নের প্রকল্প। ২০১৪ সালে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। কিন্তু তাতেই বারবার এমন দুর্ঘটনা।

এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় জড়িত সকল কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যটির বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী অভিযোগ করে জানান, নীতীশ কুমারের নেতৃত্বে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।