মঙ্গলের বুকে নাসার ‘অধ্যবসায়’

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

সময় সংবাদ ডেস্কঃমঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি রোবট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে পারসিভেয়ারেন্স নামের এই রোবটটি মঙ্গলের জেযেরো ক্রেটারে অবতরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রকল্পের উপ-ব্যবস্থাপক ম্যাট ওয়ালেস বলেছেন, মহাকাশযানটি অবতরণের ঘটনাটি একটি সুসংবাদ। আমার ধারণা, এটি ভালো অবস্থানে রয়েছে। মঙ্গলের পৃষ্ঠ স্পর্শের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নাসার কর্মীরা। এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন তারা।

বিবিসি জানিয়েছে, ছয় চাকাযুক্ত রোববটি এখন আগামী দুই বছর ওই এলাকা পর্যবেক্ষণসহ নানা কাজে অংশ নেবে।একই সঙ্গে অতীতে সেখানে কোনও প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা-ও খুঁজে দেখবে।

কয়েক হাজার বছর আগে জেযেরোতে একটি বিশালাকার হ্রদ ছিল ধারণা করা হচ্ছে। সেখানে পানি থাকতে পারে, সম্ভাবনা রয়েছে প্রাণেরও অস্তিত্বের। পারসিভেয়ারেন্স পৃথিবী থেকে তার ৪৭০ মিলিয়ন কিলোমিটার পথের যাত্রা শুরু করেছিল সাত মাস আগে।