হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন ও সুধী সমাবেশ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী গারো পাহারের পাদদেশ ঘেঁষা গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের নামফলক স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ই মে) অপরাহ্নে গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর নামফলক স্থাপন ও সুধী সমাবেশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় রাজস্ব আয়ে এই দুটি স্থল বন্দর বিশেষ ভূমিকা রাখবে সেই সাথে এই অঞ্চলে টেকসই ব্যবসা বানিজ্য ও আমদানী রপ্তানীতে নতুন দিনের সূচনা হবে এবং এই এলাকা দিয়ে এমিগ্রেশান জরুরী ভিত্তিতে করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং, নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, স্থলবন্দর চেয়ারম্যান মোঃ আলমগীর, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ হাসান আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমদানী কারক ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সূধী সমাবেশে অংশ গ্রহণ করেন।