টাঙ্গাইলে বুুড়িগঙ্গা নদীর পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের জোকারচর নামক স্থানে বুড়িগঙ্গা নদী পুনঃখনন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ওই প্রকল্পের উদ্ধোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি।

এ সময় কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান মো. হয়রত আলী তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।