টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) সকালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে চালক নিহত ও হেলপার আহত হয়েছে। নিহত ট্রাক চালক মো. আক্তার হোসেন(৪০) বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে। আহত হেলপার একই উপজেলার গোড়াই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. আসাদুল(৫০)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পানিতে পড়ে যায়।

খবর পেয়ে ট্রাকে আটকে পড়া চালক মো. আক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হেলপার মো. আসাদুলকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।