ভারতে করোনা শনাক্ত ফের তিন লাখের উপরে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : ভারতের দৈনিক করোনা সংক্রমণের হার বেড়েছে। বেড়েছে মৃত্যুও। আজ রবিবার সকালে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৯১ লাখে। করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। গতকাল শনিবার তা ছিল ৪৮৮ জন। দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৭১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মোট ১৬১ কোটি ৯২ লাখ টিকা দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার চীনে করোনাভাইরাস বড় শহরেও ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্ত কমছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, আক্রান্ত মোট ৪২৯৮ ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ ভারতে একদিনে করোনায় মারা গেল ২৭৬০ জন ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনাভারতেলাখের উপরেশনাক্ত ফের তিন