বিএনপি নেতা হেলাল-এজাজসহ ৮ জন কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক ; খুলনার ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ আট জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তারা খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন। বিচারক মীর শফিকুল আলম আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম এ তথ্য জানান। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় বিএনপির ১৭ জন নেতাকর্মী হাজিরা দিতে গিয়েছিলেন। তাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ আট জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদি হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ করেন তিনি। মামলায় মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। Share this:FacebookX Related posts: বিএনপি নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ওবায়দুল কাদের টাস্কফোর্সের নামে অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি করোনা নিয়েও নালিশের রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি: হাছান মাহমুদ বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি উন্নয়ন অগগ্রযাত্রা বিএনপি দেখতে পায় না: তথ্যমন্ত্রী ‘বিএনপি নেতারা কি চান, তা তারাও জানে না’ খুলনায় বিএনপির ৫৬১ নেতাকর্মীর পদত্যাগ সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল সরকারের অধীনে আর কোনো নির্বাচনেই যাচ্ছে না বিএনপি: ফখরুল ‘বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে’ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ৮ জন কারাগারেনেতা হেলাল-এজাজসহবিএনপি