ঈদের দিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জীবন নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; গাজীপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জীবন হোসেন নিহত হযেছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক তার বন্ধু। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২২ এপ্রিল) দুপুর বারোটার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় মারা যান জীবন। এর আগে, কালিয়াকৈর-শ্রীপুর সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন (২৩) গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত জীবনের চাচা জুয়েল রানা জানান, ঈদ উপলক্ষে দুই বন্ধু মিলে গাজীপুরের হোতাপাড়া থেকে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় ঘুরতে গিয়েছিল। সেখানে যাওয়ার পথে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল জীবনের বন্ধু। ফুলবাড়িয়া আতাব আলীর মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জীবন ও তার বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে জীবনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীপ চক্রবর্তী জানান, হাসপাতালে মৃত অবস্থায় জীবনকে আনা হয়েছে। রাস্তায় ছিটকে পড়ায় তার বুকে আঘাত প্রচণ্ড আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল যায়যায়দিনকে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। Share this:FacebookX Related posts: লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হাওর ভ্রমণের আগেই দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু পদ্মা সেতু দিয়ে আজও মোটরসাইকেল পারাপারের হিড়িক শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত মেহেরপুরে কলমি শাক চাষ করে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম দেশের ১৯টি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা মাদকাসক্তি চিকিৎসা সেবার মানউন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ঈদের দিনঘুরতে গিয়েজীবন নিহতদুর্ঘটনায়বন্ধুর সঙ্গেমোটরসাইকেল