কালাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক ; জয়পুরহাটের কালাইয়ে ঈদ আনন্দ করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট-মহেশপুর সড়কের বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালাই থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিপ্লব হোসেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বেলাল হোসেনের একমাত্র ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সকালে ঈদ আনন্দ করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় বিপ্লব। তার মোটরসাইকেলের গতি ছিল বেশি। তাই ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। সে সময় রাস্তার পাশের গাছের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, বিপ্লব হোসেন তার বাবার একমাত্র সন্তান এবং দশম শ্রেণির ছাত্র।