শিরোপা জয় দিয়ে পিএসজির মৌসুম শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২২ স্পোর্টস ডেস্ক :ফরাসি সুপার কাপ শিরোপা জয়ের মধ্যদিয়ে নতুন মৌসুম শুরু করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা। জোড়া গোল করেছেন নেইমার। গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও সের্হিয়ো রামোস। ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে রবিবার রাতে ফরাসি সুপার কাপে নঁতের বিরুদ্ধে মাঠে নামে পিএসজি।নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড এমবাপে। তবে ম্যাচের শুরুর দিকেই দলকে এগিয়ে নেন মেসি। বিরতির ঠিক আগে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধে রামোস ব্যবধান আরও বাড়ানোর পর শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। ম্যাচের ২২ মিনিটে মাঝমাঠের কাছ থেকে নেইমারের বাড়ানো বল মাঝপথে আটকানোর চেষ্টা করেও পারেননি ডিফেন্ডার নিকোলা পালোয়া। তার পা ছুঁয়ে বল যায় মেসির পায়ে। ডি-বক্সে ঢুকে দারুণ এক ঝটকায় গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো শট রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবার ঘেঁষে জালে জড়ায় বল। ৫৭তম মিনিটে তৃতীয় গোলটি করেন রামোস। বাঁ দিক থেকে গোলে শট নেন পাবলো সারাবিয়া, ঝাঁপিয়ে কোনোমতে বলে আঙুল ছোঁয়ান গোলরক্ষক। দূরের পোস্টে ফাঁকায় ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার, ঠাণ্ডা মাথায় ব্যাকহিলে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান তিনি। আর ৮২তম মিনিটে সফল স্পট কিকে বড় জয় নিশ্চিত করেন নেইমার। তিনি নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি। Share this:FacebookX Related posts: শিরোপা জিততে কাল বিপিএল ফাইনালে মুখোমুখি খুলনা ও রাজশাহী দুর্দান্ত জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা নিজেকেই ব্যালন ডি’অর দিয়ে দিলেন লেওয়ানডস্কি বিকেএসপিতে শুরু হলো সাকিবের ফেরার প্রস্তুতি পিছিয়ে পড়েও শিরোপা জিতলেন নওমি দুই সুপার ওভারের নজিরবিহীন এক ম্যাচে পাঞ্জাবের জয় জাতীয় নারী থ্রো-বলে আনসারের হ্যাটট্রিক শিরোপা লিভারপুল-ম্যানসিটির সহজ জয় অবশেষে সৌদি-কাতার সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি শুরু পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ সীমিত পরিসরে শুরু হচ্ছে ওমরাহ নিজের দেশের মাঠকে খারাপ বলে শাস্তির মুখে ব্রাজিল কোচ SHARES Matched Content খেলাধুলা বিষয়: জয়দিয়েপিএসজিরমৌসুমশিরোপাশুরু