কোটালীপাড়ায় ফের আগুনে পুড়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক দিনের ব্যবধানে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দীঘলিয়ার পতিত পবন মোড়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী নিখিল বাড়ৈ জানান, রাত ৮টার দিকে আজিজুল শেখের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন আশ-পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আজিজুল শেখের মুদি দোকান, সমর বাড়ৈর কাপড়ের দোকান, বিকাশ হালদারের টেইলার্স, মৃনাল হালদারের সার-কীটনাশকের দোকান, তৈয়াবুর রহমানের ফার্মেসি, সাগর দাসের সেলুন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমর বাড়ৈ জানান, এই অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীরা ধার দেনা করে ও লোন নিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। এখন এ সকল ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার দাবি জানিয়েছেন রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার। তিনি বলেন, সরকার যদি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য না করে বা নতুন করে লোন না দেয় তাহলে এদের পথে বসতে হবে। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। Share this:FacebookX Related posts: কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু কোটালীপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় ছাত্রীদের অনৈতিক প্রস্তাব, শিক্ষক বহিস্কার কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত সিরাজদিখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র্যালি রাজশাহী-ঢাকা রুটে বাস বন্ধ লিবিয়ায় মানব পাচারকারী চক্রের নারীসহ দুই সদস্য গ্রেফতার গণধর্ষণে সন্তান প্রসব, ডিএনএ টেস্টে মিলল পিতৃপরিচয় নূর হোসাইন কাসেমী আর নেই গলায় গামছা পেঁচানো স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার কার্গো ট্রাকে মিলল ২৯ হাজার ইয়াবা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাইকোটালীপাড়ায়ফের আগুনে পুড়ে