আগুনে পুড়ে গেল ১২ কোটি টাকার তেল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : পাবনার সাঁথিয়ায় প্রখর গ্রুপ অব কোম্পানির তিন নং কারখানার তেল রক্ষিত গুদামে ভয়াবহ আগুনে প্রায় ১২ কোটি টাকার তেল পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর কুটিপাড়াস্থ কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কারখানা মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা কারখানা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঁথিয়া, সুজানগর ও পাবনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানার ঘর ও গুদামে রক্ষিত তেল পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়। প্রখর গ্রুপ অব কোম্পানির মালিক জেমস প্রখর সরকার জানান, অন্যান্য দিনের ন্যায় কাজ শেষে কারখানা বন্ধ করে রাখা হয়। হঠাৎ শুনতে পেলাম আমার কারখানায় আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও আমার কারখানা ও তেল পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়। সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরাসহ তিনটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। Share this:FacebookX Related posts: সাপাহারে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কাজী ও পাত্র জেল হাজতে আত্রাইয়ে করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ আত্রাইয়ে অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ রাণীনগরে অগ্নিকান্ডে বাড়ী-ঘর ভস্মীভূত ভাসমানদের খাবার হোটেল সান্তাহার স্টেশন নদী ভাঙ্গনের কবলে আটগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়পুরহাটে বিপুল পরিমান ভেজাল গুড় উদ্ধার আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও-ওসির মতবিনিময় শীতের আগমনী বার্তায় আত্রাইয়ে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা রাজশাহীতে ট্রাফিক আইনে ৯ মাসে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আত্রাইয়ে সড়কে অবৈধ ট্রলি-ট্রাক্টরের বেপরোয়া অবাধ বিচরন হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি SHARES Matched Content দেশের খবর বিষয়: ১২ কোটি টাকার তেলআগুনে পুড়ে গেল