রাণীনগরে অগ্নিকান্ডে বাড়ী-ঘর ভস্মীভূত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাটির বাড়ীতে আগুন ধরে তিন লক্ষাধীক টাকার মালা মাল পুরে ভস্মীভূত হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার করজগ্রাম দোগাছি পাড়া গ্রামে।

বাড়ীর মালিক মৃত আব্দুস ছামাদের ছেলে সেলিম মন্ডল জানান,রাতে খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমান দেড়টা নাগাদ ঘুম থেকে ওঠে দেখি বাড়ীতে দাউ দাউ করে আগুন জলছে।

এসময় স্থানীয় লোকজন ছুটে আসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট দ্রুত ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। এর পরেও বাড়ীর টিনের চালা, ঘরের টিভি,ফ্রিজ,আসবাবপত্র ও কাগজপত্র পুরে ভস্মিভূত হয়ে যায় ।

এতে তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেলিম মন্ডল। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেননা। ফায়ার সার্ভিস কর্মকর্তা ফজলুর রহমান জানান,বিদ্যুতের সর্টসার্কিট থেকে লাগা আগুনে বাড়ী-ঘর ভস্মিভূত হয়েছে বলে ধারণা করছেন।