রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ঠাকুরগাঁও ও শ্রেষ্ঠ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও পুলিশ বাংলাদেশ পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর যৌক্তিক হিসেবে ঠাকুরগাঁও জেলা হিসেবে ঠাকুরগাঁও এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর জয়। সকাল ডিজি রংপুর কনফারেন্সে ২ মার্চ মাসিক বিচারের পর্যালোচনা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেনকে ও সম্মাননা স্মার দেন রংপুর রেঞ্জপুটি ইন্সপিক্টর ডেট (ডিআইজি) মোহাঃ আবদুলিম মাহমুদ আল বিএম। সন্ত্রাসী ও অপরাধের বিরুদ্ধে জিরো টেলেন্স, মাদক ও অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী মালিক, বিভিন্ন ধরনের মিলকার পার্কিং নারী পার্ক উদ্যান, ওয়ার্কেন্ট তাল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা, আইন-শৃঙ্খলা সমন্বিত রাখা, প্রশ্ন নিরোধ, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সেবা প্রদান। রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার তিনি। এ্যাস্ট্রামিনি এন্ড ফিন্যান্স) এএফএম আনজুম কামান বিপিএম (বার), উপমহাপুলিশ পরিদর্শক (ক্রাইম মনুরেজমেন্ট) মোঃ মিজানুর রহমান পিএম (বার), উপমহাপুল পরিদর্শক (পিএম) , পুলিশ সুপার (অ্যাস্ট্রামিনি এন্ড ফিন্যান্স) আব্দুল লতিফ সহ ৮টি পুলিশ সুপার গণ। রং রে এর মার্চ/২ মাস শ্রেষ্ঠ বিচার- ৮৩ মিনিটের মধ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ। ও ট্রাফিক ট্রাফিক ট্রাফিক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ট্রাফিক পাসফিক ইন্সপেক্টর আন্দোলন মোঃআমজাদ হোসেন, শ্রেষ্ঠ ট্রাফিক সার্কেন্ট মোঃ মাসুদ রানা। বিশেষ গ্রহণে পুরষ্কৃত গোয়েন্দার এস আই মোঃ নাবিউল ইসলাম। রেঞ্জের পারদর্শী পুলিশ সুপার জঙ্গীর হোসেন জানান, যোগদানের পর আমার কর্মকালীন সময়ে আইন-শৃঙ্খলা সমন্বিত, সামাজিক সংস্থা উদঘাটন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, অপরাধী ও জনসংখ্যা-প্রতিষ্ঠান পুলিশ। অদম পুলিশ সদস্যদের শারীরিক কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দড় বাধার কারণে। সেই সাথে ঠাকুরগাঁও জেলায় কর্মরত সকল সেনা সহকর্মী অভিনন্দন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জনবন্ধু পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে শিশু ঠাকুরগাঁও বিনির্মাণে জেলা পুলিশ ঠাকুরগাঁও গর্বিত সদস্য অঙ্গীকার ও দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, ঠাকুরগাঁও পুলিশ সুপার যোগদানের পর থেকে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক- নিয়মনীতি ও জনবান্ধবমূলক কার্যক্রমের সকলের বিবেচনা করেছেন তিনি। স্বচ্ছন্দ্য সীমাও প্রতিবন্ধকতাকে উপক্ষাও ঠাকুরগাঁও সুষ্ঠু আইন থেকে শান্তিতে সম্প্রসারে কাজ করে পুলিশ। Share this:FacebookX Related posts: এসপি আনোয়ার হোসেন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা ব্রীজের জন্য আট কোটি টাকার সড়কে চলাচল বন্ধ তেঁতুলিয়ায় করোনা প্রতিরোধে খোলা মাঠে হাট করতোয়ার পানি বৃদ্ধি, ১৫ পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলীন কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি নির্বাচনী এলাকায় সাইকেল বিতরণ করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৮টি গরু উদ্ধার বিআরটিসির বাসচাপায় নিহত ৫ কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ১৪ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে দিনাজপুরে উচ্ছেদ করা ইটভাটা নতুন করে গড়ে তোলায় আবারো ভেঙ্গে দিলো প্রশাসন বোদা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: জাহাঙ্গীর হোসেনঠাকুরগাঁওরংপুর রেঞ্জেরশ্রেষ্ঠ জেলাশ্রেষ্ঠ পুলিশ সুপার