১৪ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোনো যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে আনন্দঘন পরিবেশে বড়দিনের উপহার হিসেবে এ বিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানিয়েছেন, যৌতুকের কুপ্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্থনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান। স্থানীয় এলাকাবাসী জানান, সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন এবিয়ে দেখার জন্য। পরে ১৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়। এসব নবদম্পতির বাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্থনি সেন আরো বলেন, মেয়েকে বিয়ে দিতে খ্রিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। আর এটা আমাদের ধর্মে ও সমাজের সকলের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয় বলেই এ আয়োজন করা হয়। আর আমাদের সমাজ থেকে যৌতুক প্রথা দুর করতেই এ উদ্যোগ বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৪ জোড়াতরুণ-তরুণীরযৌতুকবিহীন বিয়ে