বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮ জনের প‌রিচয় মিলেছে

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়িতে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত ৮ জনের পরিচয় পেয়েছে পুলিশ। শনিবার বেলা ১২ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, ৮ জন নিহতের ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়‌নি এবং নিহ‌তদের প‌রিচয় জান‌তে পারলেও স্বজনরা এখনো লাশ নি‌তে আসে‌নি।

জানা গেছে, এদিকে গোলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে খামতাম পাড়াসহ আশপাশের প্রায় ১৯৫ পরিবার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আশ্রয় নিয়েছে। এর মধ্যে ১৭৫ পরিবারকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং রুমায় পালিয়ে যাওয়া ২০ পরিবারকে রুমা উপজেলার বম কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। এদিকে আশ্রয় নেয়া রোকজনকে সেনাবাহিনীসহ স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

আশ্রয় নেয়া পাড়াবাসী‌দের ব‌্যাপারে খোজ খবর নেয়া হ‌চ্ছে জানিয়ে বান্দরবান পু‌লিশ সুপার মো: তা‌রিকুল ইসলাম বলেন, লাশ হস্তান্ত‌র করতে স্বজনদের জন‌্য অপেক্ষা করা হবে। য‌দি কেউ লাশ নিতে না আসে তাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জান তিনি।