মুজিববর্ষ উপলক্ষ্যে বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

সুজন ভট্টাচার্য্য,বান্দরবান : বান্দরবানে মুজিববর্ষ উপলক্ষ্যে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বরিবার ১৫ ই মার্চ সকাল ১০ টায় মুজিববর্ষ উদযাপন কমিটির আয়োজনে ও পৌরসভার সার্ভিক সহযোগীতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি জন সচেতনতা মূলক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্হানে এসে শেষ হয়।

এই সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি বীর বাহাদুর বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই কথা টা অনেকে হয়তো ভুলে গেছে।তাই তিনি সভা থেকে জেলা প্রশাসক ও অন্যান্য নির্বাহী ম্যাজিট্রেট দের ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

এই সময় অারো উপস্হিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান,পৌরসভার মেয়র ইসলাম বেবী ও বিডিক্লিন বাংলাদেশের সদস্যবৃন্দ সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তি বর্গ।