বান্দরবানে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিলাে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ২, ২০২০

ওসমান গনি,বান্দরবান প্রতিনিধি : আজ ০২ মে ২০২০ শনিবার সকালে করােনা ভাইরাস ( কোভিড – ১৯ ) এর প্রাদুর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের পাহাড়ের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়াতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনা মোতাবেক বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বান্দরবান বাস স্ট্যান্ড এলাকা থেকে রেইচা চেক পােষ্ট পর্যন্ত এলাকায় পাহাড়ে বসবাসরত ১১২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর ইফতেখার এবং লেঃ রেজওয়ান সহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন

মেজর ইফতেখার বলেন লকডাউনে থাকা পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের জনগণের খাদ্যের অভাব দূর করতে বান্দরবান সেনা রিজিয়ন নিয়মিত অসহায় দুস্ত জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে । ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে । আগামীতেই এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।