করোনা প্রতিরোধে বান্দরবানে জীবানুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

সুজন ভট্টাচার্য্য,বান্দরবান : সারা বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে ও সংক্রমণ রোধে বান্দরবানে জীবানুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা করা হয়েছে।

২৫ মার্চ বুধবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যেগে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে বান্দরবান স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সহ বিভিন্ন সংঘটনের শতাধিক প্রশিক্ষত সেচ্ছাসেবী।

আপনারা বাসায় থাকুন, আমরা আপনাদের সুরক্ষায় রাস্তায় আছি এই স্লোগানে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কার্যক্রমে অংশগ্রহন করে বান্দরবান স্টুডেন্টস ফোরাম।

এই বিষয়ে বান্দরবান স্টুুডেন্টস ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি পুলু মারমা জানান দেশের এই বিপদসংকুল সময়ে কিছু করতে পেরে আমি এবং আমার সংঘটন বেশ আনন্দিত। তিনি বলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মার সার্বিক সহযোগিতায় আমরা এই কাজটি করতে পেরেছি।তিনি আরো বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সময় পৌর এলাকার সমস্ত জায়গায় স্প্রে ছিটানো,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, লিফলেট বিতরণ সহ জনগন কে সচেতন থাকার জন্য সেচ্ছাসেবী সংঘটন গুলো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।