কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য ও মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করা প্রাইভেট মিলিটারি কোম্পানির ২ সদস্য নিহত হয়েছে।আমেরিকা ও কেনিয়ার যৌথ সেনা এই ঘাঁটিতে থাকে।কেনিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লামুর মান্দা দ্বীপের ক্যাম্প সিমবা ঘাঁটিতে রোববার (৫ ডিসেম্বর) হামলা চালায় জাঙ্গি গোষ্ঠী আল শাবাব।কেনিয়ান ও মার্কিন বাহিনী, উভয়েই ঘাঁটিটি ব্যবহার করে।এ ঘটনায় তাদের আরও দুই জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।বিবৃতিতে মার্কিন বাহিনীর আফ্রিকা কমান্ড বলেছে, আহত আমেরিকানদের অবস্থা স্থিতিশীল আছে এবং তাদের সরিয়ে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে গুলির শব্দ ও ক্যাম্প সিমবা থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখার কথা জানিয়েছে।যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের কমান্ডার জেনারেল স্টেফেন টাউনসেন্ড তার সহকর্মীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এ হামলার জন্য যারা দায়ী এবং আমেরিকান ও মার্কিন স্বার্থের ক্ষতি করা আল শাবাবের ‘পশ্চাদ্ধাবন’ করার অঙ্গীকার জানিয়েছেন তিনি।কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী (কেডিএফ) বলেছে, মান্দার বিমানক্ষেত্রের নিরাপত্তা লঙ্ঘনের একটি উদ্যোগ প্রতিহত করা হয়েছে।এ ঘটনায় চার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা।হামলার কারণে লাগা আগুন নিভানো হয়েছে এবং বিমানক্ষেত্রটি এখন নিরাপদ বলে জানিয়েছেন কেডিএফের এক মুখপাত্র।