রাত পোহালেই ভোটের লড়াই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিউজ ডেস্কঃ মাধ্যমে চলবে ভোটগ্রহণ।বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। নির্বাচনে ৬ জন প্রার্থী অংশ গ্রহণ করলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত দ্বি-মুখী।এতে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন দক্ষিণজেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। মোট কেন্দ্র রয়েছে ১৮৯টি। এবারই প্রথম এ আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। কেউ বিশৃঙ্খরার চেষ্টা করলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, বোয়ালখালীতে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, ১ হাজার ১৭৫ জন পুলিশ সদস্য ও ৬৯০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।এছাড়া ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জানুয়ারি থেকে মাঠে থাকবেন।নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতিগ্রহণ করেছে।উল্লেখ্য, গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: পোহালেইভোটেররাতলড়াই