রামগড়ে বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে দেশে আনার সময় বিপুল প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

গত বৃহস্পতিবার ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাশিবাড়ী বিওপির অন্তর্গত বড়খেদা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল কাশিবাড়ী বিওপির বড়খেদানামক স্থানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির টহল দলের উপস্থিতির টের পেয়ে অবৈধভাবে ভারত থেকে আনা শাড়িগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা শাড়িগুলো জব্দ করে নিয়ে আসে। জব্দকৃত শাড়িগুলোর মূল্য আনুমানিক ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। বর্তমানে জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সীতাকুণ্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেছেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।