নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২০ অনলাইন ডেস্ক ; নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান, দুটি অফিস ও একটি বেসরকারি ব্যাংক আংশিক পুড়ে গেছে। রোববার ভোরে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট (ওদারহাট) বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পৌনে ৪টার দিকে উদয় সাধুরহাট মধ্য বাজারের ব্যাংক রোডের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা বাজারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১২টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আংশিক পুড়ে গেছে দুটি অফিস ও একটি বেসরকারি ব্যাংক। ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মত না পৌঁছানোর কারণে ক্ষতি বেশি হছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের। মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, সড়কে অতিরিক্ত গতিরোধক (স্পিড ব্রেকার) ও আঁকাবাঁকা হওয়ার কারণে মাইজদী স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে। মাইজদীর দুটি ইউনিট ও লক্ষ্মীপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তালিকা পেলে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে নিহত যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আগুনে ১২ দোকান পুড়ে গেছেনোয়াখালীতে