​​​​​​​তারাকান্দায় উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

সময় নিউজ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১১ জুন) সকালে তারাকান্দা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, সহকারী কমিশনার ( ভূমি) জিন্নাত শহীদ পিংকি ।

প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার উদ্যোগ সময়ের বহুল প্রচারিত করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ নেন।