হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের শাখা খোলা আজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২২ সময় নিউজ ডেস্ক : হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাসমূহ আজ শনিবার (১১ জুন) খোলা থাকছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে পূর্ণ দিবস খোলা থাকবে ব্যাংকের এসব শাখাগুলো। এর আগে বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন-ডিওএস হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস বাংক খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো। ব্যাংক খোলা রাখতে গত বুধবার গভর্নরকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শনিবার (১১ জুন) খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট। Share this:FacebookX Related posts: আজ বাঙালির সেই কালরাত আজ মহান মে দিবস ঐতিহাসিক ৬ দফা দিবস আজ শোকাবহ আগস্টের প্রথম দিন আজ স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক আজ পতাকা উত্তোলন দিবস আজ আজ থেকে দোকান-শপিংমল খোলা ৮ ঘণ্টা লোকসান আর হতাশা নিয়ে আজ শেষ হচ্ছে বইমেলা আজ কবিগুরুর জন্মদিন আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস SHARES Matched Content জাতীয় বিষয়: আজকার্যক্রমেখোলাব্যাংকেরশাখাসম্পৃক্তহজ