প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী ও গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশ এবং দুর্বল দেশগুলোতে ভারত গম রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’ খবর বাসসের। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন যে ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন, বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে। গোয়েল বলেন, ‘এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, ‘এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।’ মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রপ্তানি শুরু করে। গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রপ্তানি করা হয়েছে।’ প্রসঙ্গত, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়। Share this:FacebookX Related posts: ভারতের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির পরিমাণ পাঁচ বছরে দ্বিগুণ পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারত ভারতে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত চীনা কিটে ত্রুটি, ক্রয় আদেশ বাতিল করল ভারত লকডাউন তুলে নিচ্ছে ভারত ফের উত্তপ্ত সীমান্ত, ঘাঁটিতে যুদ্ধবিমান-হেলিকপ্টার বাড়াচ্ছে ভারত করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন প্রয়োগের অনুমতি দিল ভারত চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত! মিয়ানমারে বেসামরিক হতাহত অব্যাহত, যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অব্যাহতগমদেশগুলোতেপ্রতিবেশীভারতরপ্তানিরাখবে