পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান উত্তেজনার মাঝে পারস্য উপসাগরে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। যে কোনও ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলা ও ভারতীয় বাণিজ্যজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার পারস্য উপসাগরে এই যুদ্ধজাহাজ ও যুদ্ধব্মিান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি সশস্ত্র শাখার প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোরে ইরাকে অবস্থিত মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ৮০ মার্কিনি নিহত হয়েছে তেহরান দাবি করলেও অস্বীকার করেছে ওয়াশিংটন। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, যে কোনও ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং ভারতীয় ব্যবসায়ীদের আশ্বাস জানাতে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মেতায়েন করা হয়েছে। এছাড়া ওই অঞ্চলের চলমান পরিস্থিতির পর্যবেক্ষণ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় নৌবাহিনী। ওই অঞ্চলে ভারতীয় পতাকাবাহী বাণিজ্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে নৌবাহিনীর উপস্থিতি রক্ষা করা হচ্ছে। ওয়াশিংটন-তেহরানের চলমান এই উত্তেজনার মাঝে এর আগে পারস্য উপসাগরীয় অঞ্চলে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাজ্য। ব্রিটিশ নাগরিক ও বাণিজ্য জাহাজের সুরক্ষা নিশ্চিত করতে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ এইচএমএস মন্ট্রোজ ও এইচএমএস ডিফেন্ডার মোতায়েন করে দেশটি। সূত্র : এনডিটিভি। Share this:TwitterFacebook Related posts: চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত! ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া ভারতে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত ২১ দিনের জন্য লকডাউন ভারত চীনা কিটে ত্রুটি, ক্রয় আদেশ বাতিল করল ভারত লকডাউন তুলে নিচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প ফের উত্তপ্ত সীমান্ত, ঘাঁটিতে যুদ্ধবিমান-হেলিকপ্টার বাড়াচ্ছে ভারত করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন প্রয়োগের অনুমতি দিল ভারত ব্রাজিলের পথে হাঁটছে ভারত বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ আটক চীনা সেনাকে ফিরিয়ে দিল ভারত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: পারস্য উপসাগরভারতযুদ্ধজাহাজযুদ্ধবিমান মোতায়েন