হালুয়াঘাটে জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

এম,এ মালেক হালুয়াঘাট :
ময়মনসিংহের হালুয়াঘাটে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৫ মে ) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) তৌহিদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,পরিসংখ্যান কর্মকর্তা সুকান্ত কুমার ভট্রাচার্য,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ আলাল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমান,জোনাল অফিসার বেনেডিক মানাখন,মোঃ রোকুন জামান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রব মিয়া, মোঃ রুবেল করিম,ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ নাদিম আহমদ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউপি চেয়ারম্যান সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ।

বক্তরা বলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ষষ্ঠ এ জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন করবে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে এবং যুগের সক্ষে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মত দেশে, ডিজিটাল জনশুমারি পরিচালনা করা হবে । আগামী ১৪ মে ২০২২ দিবাগত রাত ১২ টা থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত সকল দেশি ও বিদেশি এবং ছয় মাসের কম সময়ের জন্য সাময়িকভাবে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিক ও বসবাসরত সকল ব্যাক্তিকে গণনাসহ তাদের সর্ম্পকে মৌলিক জনমিতিক, অর্থ-সামাজিক ও বাসগৃহ সর্ম্পকে তথ্য সংগ্রহ করা হবে হবে ।