বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ ও গাঁজা জব্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষুধ ও গাঁজা জব্দ করেছে বিজিবির টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিজিবির বাংলাদেশের অভ্যান্তরে থানাঘাট নামক স্থানে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ করা হয়। অপরদিকে রাতে থানাঘাটে পৃথক একটি অভিযানে এক চোরাকারবারিকে ধাওয়া দিলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য প্রায় ৯ লাখ টাকা। জব্দকৃত এসব ঔষধ সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করা হয় এবং জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংশের জন্যে ব্যাটালিয়নে জমা করা হয়েছে। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: No related posts. SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: ঔষধ ও গাঁজা জব্দবিজিবির অভিযানেভারতীয়