উল্টো রথ টেনে শেষ হলো হালুয়াঘাটের রথযাত্রা প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২২ দেওয়ান নাঈম, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্র আট দিনব্যাপী পালিত হয়ে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের রথযাত্রা। শনিবার (০৯ জুলাই) বিকালে সনাতন যুব সংঘের আয়োজনে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। এর আগে গত ১ জুলাই (শুক্রবার) থেকে শুরু হয়ে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সকালে উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন যুব সংঘের আয়োজনে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা। এর মধ্যে ছিল- হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তিও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। উল্টো রথযাত্রা অনুষ্ঠানে সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা,বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহিনুজ্জামান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার,শ্রী শ্রী কামাক্ষা মাতা মন্দিরের সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার সরকার,উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার ধর,সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন,সনাতন যুব সংঘের সহ-সভাপতি দেবাশীষ দত্ত, তাপস কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ সরকার রানা, প্রভাকর সরকার, সাংগঠনিক সম্পাদক সুপ্রজিত সরকার খোকন, কোষাধ্যক্ষ গণেশ দাসসহ প্রতিষ্ঠানটির সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উল্টো রথযাত্রায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক হারাধন সরকার (অঞ্জন)। সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার বলেন, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতায় অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন সম্পন্ন করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। Share this:FacebookX Related posts: মমেকের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ হালুয়াঘাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান হালুয়াঘাটে জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন সাংসদ জুয়েল আরেং এর বাসভবনে শেখ রাসেলের জন্মদিন পালিত হালুয়াঘাটে সিনজেনটা এসএলসি শস্য কর্তন ও মাঠ দিবস পালিত নেত্রকোনায় বাড়ির আঙিনায় বন্যার পানি, নৌকায় ধান শুকাচ্ছেন কৃষক হালুয়াঘাটে সম্মেলন সফল করতে কৈচাপুর ইউনিয়ন আ’লীগ ও চেয়ারম্যানের আনন্দ মিছিল হালুয়াঘাটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে অটো শ্রমিকের আনন্দ মিছিল হালুয়াঘাটে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: