হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

এম,এ মালেক হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) উদ্যোগে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, সহকারী কমিশনার ( ভূমি) তানভীর আহম্মেদ, দুযোর্গ ব্যবস্থাপনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, সমবায় কর্মকর্তা কামরুল হুদা, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পুলিশ পরির্দশক (তদন্ত) শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও উক্ত কর্মসূচিতে বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় ভুমিকম্প ও অগ্নিকান্ডসহ দূযোর্গ মোকবিলায় বিভিন্ন বিষয়ে সমাধানের কলাকৌশল বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।