রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি শনাক্তে তদন্ত কমিটি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রেনের টিকিটের কালোবাজারি শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গত ৬ মে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থেকে ৩টি টিকিট সংগ্রহ করেছিলেন। এসব টিকিট কালোবাজারে বেশি দামে কেনা বলে যাত্রীরা তাঁকে জানিয়েছিলেন। এই টিকিটকে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করেছেন? তা জানতেই রোববার জিএম অসীম কুমার তালুকদার এক অফিস আদেশে দুই সদস্যের কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক হলেন পশ্চিম রেলের ডেপুটি চিফ কমার্সিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডু। কমিটির সদস্য হলেন জেলা সংকেত প্রকৌশলী (ডিএসই সদর) আহমেদ ইসতিয়াক জহুর। মঙ্গলবার জিএম অসীম কুমার তালুকদার এই কমিটি গঠনের কথা স্বীকার করে তিনি জানান, ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে তাঁর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই প্রতিবেদনে তিনি জানতে পারবেন কে টিকিট কেটেছিলেন? তারপর ব্যবস্থা নেবেন। টিকিটি কালোবাজারি চক্রকে শনাক্ত করতেই এই তদন্ত কমিটি বলে জানান তিনি। জিএম জানান, ভ্রমণের আগের দিন এক ব্যক্তি ফেসবুকে টিকিটের ছবি দিয়ে জানান যে, তিনগুণ দামে টিকিট সংগ্রহ করেছেন। তিনি ভেবেছেন এই টিকিটের উৎস খুঁজলেই কালোবাজারি একটা চক্রকে পাওয়া যাবে। তাই সেদিন তিনি নিজেই ট্রেনটিতে গিয়ে ওই যাত্রীদের কাছ থেকে ৩টি টিকিট সংগ্রহ করেন। এখন টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র লাগে। রেলের নতুন শ্লোগান হলো ‘টিকিট যাঁর, ভ্রমণ তাঁর’। অন্যের জাতীয় পরিচয়পত্রে কেনা টিকিটে ভ্রমণ করাও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। তাই সেদিন কালোবাজারে টিকিট নিয়ে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে নিয়ে আবার নতুন টিকিট দেওয়া হয়েছিল। অসীম কুমার তালুকদার জানান, তদন্ত কমিটি দেখবে কার জাতীয় পরিচয়পত্র দিয়ে ওই ৩টি টিকিট কাটা হয়েছিল। তাহলেই জানা যাবে, কে টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করেছে? এই চক্রে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারি জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি তিনি রেলের কেউ না হন তাহলে তার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হবে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে খাদ্য সহায়তা পাচ্ছে ৬০ হাজার পরিবার রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা রাজশাহীতে আরেকটি করোনা ল্যাব প্রস্তুত হচ্ছে রাজশাহীতে কাঁচা রাস্তায় যেন মরণফাঁদ রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে এক দিনে করোনায় আক্রান্ত ৬৪ জন রাজশাহীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ রাজশাহীতে আবারও বাড়লো বিধিনিষেধের সময় রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষকের মৃত্যু রাজশাহীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: কালোবাজারিট্রেনের টিকিটতদন্ত কমিটিরাজশাহীতেশনাক্তে